সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে কাইয়ৃুম হোসেন (১২) নামে এক শিশুর পায়ূপথে গ্যাস দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিশুটি সিরাজগঞ্জ সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে ভদ্রঘাট এসিআই গোদরেজ ফিড মিলে। শিশুটির মা ববিতা খাতুন অভিযোগ করে জানান, শনিবার সকালে এসিআই গোদরেজ ফিড মিলের শিশু শ্রমিক কাইয়ুমকে কয়েকজন শ্রমিক মিলে পায়ুপথে গ্যাস দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এতে কাইয়ুমের পেট অত্যাধিক ফুলে যায়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধায় চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সের জেনারেল সার্জন ডাঃ নিত্য রঞ্জন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পেটে নারী ছিদ্র হয়ে গেছে তার অবস্থা আশংকা জনক।
এ ঘটনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি সেখানে গেলে আসল ঘটনা জানা যাবে।