কাঁচামাল ব্যবসায়ী নিহত, দুই কলেজছাত্রীসহ আহত ৩

0
10

দামুড়হুদা ফায়ার সার্ভিসের অদূরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ
নিউজ ডেস্ক:দর্শনা ফায়ার সার্ভিসের অদূরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নূর নবী (৫০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ দুই যাত্রী। নিহত নূর নবী চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মিরাজ বিশ্বসের ছেলে। আহত ব্যক্তিরা হলেন দর্শনা মোবারকপাড়ার মোতালেব হাওলাদারের ছেলে ইজিবাইকচালক রজব আলী (৩২), দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মালিথাপাড়ার শহিদুল ইসলামের মেয়ে দর্শনা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া খাতুন (১৯) ও একই গ্রামের মজাদ হোসেনের মেয়ে দর্শনা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী আসিয়া খাতুন (১৭)। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দর্শনা ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে দর্শনা থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথের মধ্যে দর্শনা রেলগেট পার হয়ে ফায়ার সার্ভিসের অদূরে পৌঁছালে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে আহত হন ইজিবাইকের চালক রজব আলী, ইজিবাইকের যাত্রী কাঁচামাল ব্যবসায়ী নূর নবী এবং সাদিয়া খাতুন ও আসিয়া খাতুন নামের দুই যাত্রী। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কাঁচামাল ব্যবসায়ী নূর নবীকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। তাঁদের মধ্যে সাদিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দর্শনা ফায়ার সার্ভিসের অদূরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।