নিউজ ডেস্ক:
রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হতে না দেয়া ও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত বিএনপির কালোপতাকা মিছিলে বাধা প্রদানের প্রতিবাদে ডাকা গতকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির সমর্থনে মাঠে নেই বিএনপি।
গতকাল বেলা সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের বিক্ষোভ-মিছিল করার সংবাদ পাওয়া যায়নি।
এর আগে ‘গণতন্ত্র হত্যা দিবস (৫ জানুয়ারি) উপলক্ষে গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে সমাবেশের অনুমতি না পাওয়ায় ওইদিনই নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গতকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীশূন্য অবস্থায় রয়েছে। এছাড়া দেশের কোথাও নেতাকর্মীদের বিক্ষোভ করারও সংবাদ পাওয়া যায়নি।
তবে গতকাল সকালে রাজধানীর কদমতলীতে বিক্ষোভের সমর্থনে মিছিল হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।