নিউজ ডেস্ক:
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ৪র্থ শ্রেণির সরকারী কর্মচারী সমিতি বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। ওষুধ চুরি মামলায় কারান্তরীন শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছের কবির ও সদস্য দেলোয়ার হোসেনের মুক্তি এবং ওই মামলা প্রত্যাহারের দাবিতে আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এ কর্মসূচি পালিক হয়।
এসম তারা সেখানে সমাবেশ করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন লিখনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মানিক মৃধা, সাধারণ সম্পাদক মো. লতিফ খান, মো. মোস্তাফিজুর রহমান, মো. বেল্লাল আকন, মজিবুর রহমান, মো. সাহেব আলী, মোক্তার হোসেন, ইউনুস খান ও মো. আবুল কালাম আযাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ১ ঘণ্টার কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরমধ্যে কারান্তরীন কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি মোদাচ্ছের কবির ও সদস্য দেলোয়ার হোসেনের মুক্তি এবং ওই মামলা প্রত্যাহার না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন নেতারা।