করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ১২ হাজার ছাড়ালো

0
50

নিউজ ডেস্ক:মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ১২ হাজার ছাড়িয়েছে।ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১২ হাজার ৩৪১ জনে।

এছাড়া বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৫০৭ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৭৫৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে চার কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৬৯৫ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ৩১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৩৬৮ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৭ হাজার ৯৭৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ২৩৬ জনের।