ঔষধ ভেবে বিষপানে শিশু অসুস্থ

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় ঔষধ ভেবে বিষাপন করে গুরুত্বর অসুস্থ হয়েছে সুরাইয়া (১১) নামের এক শিশু। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অসুস্থ সুরাইয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার রিপন আলীর মেয়ে ও মাখালডাঙ্গা দীননাথপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। জানা যায়, বুধবার সন্ধ্যায় সুরাইয়া নিজের নাকের পলিপাস জনিত রোগের ঔষধ ভেবে পটলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশক ভুল করে পান করে। এ সময় পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষপানে অসুস্থ শিশু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।