ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে অপসারণ দাবি

0
12

গাংনীতে ইউপি চেয়ারম্যানদের ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের চেয়াম্যানদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে তাঁকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা। গতকাল মঙ্গলবার দুপুরে চেয়ারম্যানরা গাংনী পিআইও অফিস-সংলগ্ন চেয়ারম্যান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় ইউএনওর বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বামুন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস।
লিখিত বক্তব্যে বলা হয়, ইউএনও দিলারা রহমান যোগদানের পর থেকে বিভিন্ন মাধ্যমে ইউপি চেয়ারম্যানদের দুর্নীতিবাজ আখ্যায়িত ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এতে নানা মহলে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনও দিলারা রহমান এ উপজেলায় কর্মরত থাকাকালীন সব ধরনের কর্মকা- থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহাম্মেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজামান, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও দিলারা রহমান বলেন, ‘আমি আমার পারিবারিক ও চাকরি জীবনে কারও সঙ্গে অশোভন আচরণ করিনি।’ তিনি জানান, তিনি নিয়মানুযায়ী সব কাজ সম্পন্ন করছেন এবং যে কাজটি করণীয়, সেটাই করছেন।