নিউজ ডেস্ক:
সারা দেশে একযোগে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। আটটি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
গতবছরের তুলনায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন। বিদেশের আটটি কেন্দ্র থেকে মোট ৪৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ সকালে ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে।
এসএসসিতে আজ বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বোর্ডে লিখিত সৃজনশীল পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ শেষ হবে।