এমপি হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

0
6

নিউজ ডেস্ক:ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাড. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সহদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, স্বেচ্ছাসেবক লীগের নেতা ওবাইদুর রহমান ঝন্টু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমিন ও জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার। এ সময় বক্তারা সংসদ সদস্য আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি সংসদ সদস্য আব্দুল হাইকে হত্যার পরিকল্পনার অডিও ফাঁস হয়। এ ঘটনায় এমপি আব্দুুল হাইয়ের ব্যক্তিগত সহকারী হাসিম রেজা গত বুধবার শৈলকুপা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামের সবুর ওরফে ধোলা ও একই গ্রামের খবিরুল। গত শুক্রবার আদালতে ১৬৪ ধারায় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।