নিউজ ডেস্ক:
জাতিসংঘ, বারাক ওবামার পর এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ওপর চটেছেন নেতানিয়াহু।
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি যেসব কথা বলেছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
কেরি বলেছেন, ‘দুই রাষ্ট্র’ ভিত্তিক শান্তিচুক্তির ভবিষ্যৎ গভীর বিপদে নিপতিত। এর জন্য অধিগ্রহণ করা ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন একটি বড় সমস্যা।’
নেতানিয়াহু বলেছেন, এই বক্তব্যে তিনি মারাত্মকভাবে আশাহত। কেরির বক্তব্য ভারসাম্যহীন ও বসতি স্থাপনের বিরুদ্ধে পাগলামিপূর্ণ দৃষ্টিভঙ্গি।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অব্যাহত সন্ত্রাসবাদের পক্ষে সাফাই গেয়েছেন কেরি। ইসরায়েলের অস্তিত্ব বিশ্বাস করে না ফিলিস্তিনিরা- সংঘর্ষ এখানেই। এই সাধারণ সত্য কেরি বুঝতে পারেননি।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে ইসরায়েলকে সমর্থন করে লিখেছেন, ইসরায়েলের বিরুদ্ধে অবজ্ঞা ও অসম্মানজনক আচরণ সহ্য করবেন না তিনি। আগামী মাসে তার ক্ষমতা গ্রহণ পর্যন্ত ইসরায়েলকে শক্ত অবস্থানে থাকার কথা বলেন ট্রাম্প।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এতে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। যে কারণে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু। জাতিসংঘ থেকে বের হয়ে যাওয়ার এবং প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন তিনি।