নিউজ ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংগৃহীত রাজস্বে দেশের স্বপ্ন অর্জিত হয় বলে মনে করেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নতুন ৩৪৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তার (এআরও) ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিয়োগের সুপারিশের পর পরবর্তী কার্যক্রম জানতে পারি না। নিজের হাতে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ওরিয়েন্টেশনে থাকা ব্যতিক্রম। এখানেই হয়তো এনবিআর ব্যতিক্রম। এখানেই আমাদের অনন্যতা।
তিনি বলেন, ‘মেগা প্রজেক্ট কী আমরা জানতাম না। এনবিআরের সংগৃহীত রাজস্বে আমাদের স্বপ্নগুলো অর্জিত হচ্ছে। ইতিমধ্যে পদ্মা সেতুর ৪২ ভাগ কাজ শেষ হয়েছে। নতুন ৩৪৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাও বাংলাদেশের আগামীর স্বপ্ন অনুবাদ করবে। উন্নত বাংলাদেশ গঠন করার বৃহৎ কর্মযজ্ঞে যোগ দেবে।
সভাপতির বক্তব্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী উন্নয়নের মূল ভিত্তি হলো অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন। আপনাদের দায়িত্ব নিতে হবে। এনবিআরের ভাবমূর্তি আরো উঁচুতে নিতে হবে। আমাদের আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর মধ্যে দিয়ে সততা ও নিষ্ঠার সাথে হৃদয় দিয়ে কাজ করে ২০৪১ সালে উন্নত দেশ নির্মাণের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, এনবিআর তার লক্ষ্য অর্জনে নতুন মানদণ্ড তৈরি করেছে। আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে। নতুন যোগদানকারী এআরওগণ হবেন আমাদের আগামীর অর্জনের সেনানী।
এর আগে সকালে নতুন কর্মকর্তারা কর্মস্থলে যোগ দেন। বিকেল ওরিয়েন্টেশন হয়। দীর্ঘদিন এ পদগুলো শূন্য ছিল। এনবিআর প্রশাসনের উদ্যোগে ৪ হাজার ৬০০ পদের মধ্যে ১ হাজার ৭০০ পদ পূরণ হয়েছে।