মেহেরপুরে ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু
নিউজ ডেস্ক:বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে টানা ছয় দিন লোকাল বাস বন্ধ থাকার পর ধর্মঘট প্রত্যাহার করেছে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়ন। এর ফলে গতকাল মঙ্গলবার দুপুর থেকে আন্তজেলার সব রুটে লোকাল বাস চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের আলোচনা সভা শেষে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকেরা। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আগামী এক মাসের মধ্যে শ্রমিকদের দাবি পূরণ করা হবে বলে সিদ্ধান্ত নেয় বাস মালিক পক্ষ। এ দিকে মালিকদের নেওয়া সিদ্ধান্তে শ্রমিকেরা তাঁদের সঙ্গে একমত পোষণ করেন। এতে পুনরায় বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আন্তজেলার সব রুটে টানা ৩৬ দিন বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোনো কাজ না পেয়ে পরিবার নিয়ে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হয়। বাস বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দিনে দুইবার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবিতে ১১ জুলাই বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা।
এ দিকে কোনো আলোচনা ছাড়াই ধর্মঘট করায় বাস মালিকেরাও কঠোর অবস্থানে ছিলেন। ইচ্ছামতো ধর্মঘট ডেকে জনভোগান্তি বন্ধ এবং আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধানের দাবিতে অনড় ছিলেন তাঁরা। মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। আশা করছি, এ নিয়ে আর কোনো দ্বন্দ্ব হবে না।’