চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দিন দিন কমছে। এক মাস আগেও এক দিনে ৮ থেকে ১০ জনের বেশি মানুষ ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে মাত্র দুজন ডেঙ্গু রোগী। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এক শিশু ও পুরুষ মেডিসিন ওয়ার্ডে এক যুবক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।
এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭১ জন পুরুষ, ২১ জন নারী ও ৭ জন শিশু। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন আছে ঝিনাইদহ জেলার হরিণাকু-ু থানার মোকিমপুর গ্রামের মো. লিটনের মেয়ে মা-ইয়া (৭) ও দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে নাজমুল ইসলাম টিটু। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট চিকিৎসা নিয়েছেন ৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন পুরুষ, ২১ জন নারী ও ৬ জন শিশু মোট ৯৭ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৯৯ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হলেও ডেঙ্গু জ্বরে এ হাসপাতালে একজনেরও মৃত্যুর ঘটনা ঘটেনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির বলেন, ‘চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন পর্যন্ত মোট ৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এক শিশু ও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে শিশুটি প্রায় সুস্থ। তার শরীরে জ্বর ফিরে না এলে তাকে আগামীকাল (আজ) হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তবে অন্যজন এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি ডেঙ্গু জ্বরসহ অন্যান্য রোগেও ভুগছেন। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি হাসপাতাল একেবারে ডেঙ্গু রোগীশূন্য হয়ে যাবে। ’