চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম ও পুলিশ সুপার জাহিদকে সংবর্ধনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সহযোগিতা নিয়ে জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার বৃদ্ধি করব।’ এ সময় তিনি সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকারের সব প্রকারের উন্নয়নের অংশীদার হলো ব্যবসায়ীরা।
পুুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, অতীতে চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসন জেলার ব্যবসায়ীদের যেভাবে সহযোগিতা করেছে, আগামীতেও করবে। এ সময় তিনি চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা উন্নয়নে যেকোনো প্রকার পদক্ষেপ গ্রহণে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, নিউ মার্কেট পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজি শাহাবুদ্দিন মল্লিক এবং চুয়াডাঙ্গা জেলা হোটেল-রোস্তোরাঁ ও বেকারি সমিতির সভাপতি গোলাম মাহবুবু মুকুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সুরেশ কুমার আগরওয়ালা, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদ সদস্য তোসাদ্দেক হোসেন চপল, চুয়াডাঙ্গা জেলা হোটেল-রোস্তোরাঁ ও বেকারি সমিতির সাধারণ সম্পাদক তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়ত সমিতির পক্ষে আব্দুল মালেক ও শাহিদু হাসান ফিরোজ, চুয়াডাঙ্গা জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক শামসুল আলম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী হাজি হেলাল উদ্দীন ও অমর দ্বীপ আগরওয়ালা, ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. গিলবার্ট বাপ্পি রায় ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, আলি হোসেন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. রকিবুল ইসলাম বিট্টু ও সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, আব্দুল্লাহ সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম ও সদস্য তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতি আহ্বায়ক ফারুক হাসান মালিক ও সদস্য ডা. নাজমুল আলম খান, কেদারগঞ্জ নতুন বাজার পরিচালনা পরিষদের সভাপতি মো. মোর্ত্তুজা ও নূর আব্বাস, নিচের বাজার মুদি ব্যবসায়ী সমিতির পক্ষে মো. রকিবুল ইসলাম ও আক্তারুজ্জামান অন্তর, নিচের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে স্বপন ও দুলাল এবং পুরাতন হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতির পক্ষে রাজিবুল হাসনাত ও সালাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বড় বাজার পুরাতন গলির ব্যবসায়ী মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু এবং সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারের সচিব খাইরুল ইসলাম।