চুয়াডাঙ্গার বড়শলুয়ায় শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে এক শিশুকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় বড়শলুয়া গ্রামের বসতিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বসতিপাড়ার অতিয়ারের দুই ছেলে মিরাজুল ইসলাম (২৫), মহিদুল ইসলাম (৩২) ও একই এলাকার আসাদুজ্জামানের ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে বসতিপাড়ার বরকতুল্লার শিশুকন্যা তাবাচ্ছুমের (৬) সঙ্গে একই এলাকার শহিদুলের ছেলে নাঈম খেলা করছিল৷ এ সময় নাঈম ও তাবাচ্ছুমের মধ্যে কোনো এক বিষয় নিয়ে মারামারি হয়। পরে নাঈম তার বাবা শহিদুলের কাছে তাবাচ্ছুমের বিরুদ্ধে নালিশ করে। এতে ক্ষিপ্ত হয়ে তাবাচ্ছুমকে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করেন শহিদুল। পরে তাবাচ্ছুমের দুই চাচা মিরাজুল ও মহিদুল প্রতিবাদ করলে বাঁধে বাগবিত-া। এতে শহিদুল হাঁসুয়া নিয়ে মিরাজুল ও মহিদুলকে কুপিয়ে জখম করেন। পরে পাল্টা হামলায় শহিদুলও গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন৷ খবর পেয়ে রাতেই সদর থানার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড়শলুয়ায় একটি শিশুকে মারধর করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে৷ এ সংঘর্ষে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে এবং একজনকে লাঠিসোঁটা দিয়ে মাথা ফাটানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি আমরা৷’ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।