উথলীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

0
13

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার সিংনগরে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের মেহেরপাড়ার আব্দুল আজিজের ছেলে। জানা যায়, একই এলাকার মানের ছেলে আলামিন (৩২) ও আশরাফুলের ছেলে সুজনের (২৪) সাথে সাইফুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বেলা ১১টার দিকে সাইফুল একটি পেয়ারা বাগান থেকে আসছিল। এসময় সুজন ও আলামিন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সাইফুলকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সাইফুল ইসলাম আশঙ্কামুক্ত।