ঝিনাইদহ সংবাদদাতাঃ আসন্ন ঈদুল আযহা নির্বিঘœ ও নিরাপদ রাখতে ঝিনাইদহ জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটির সাথে মতবিনিময় করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান। সোমবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম ও ঈদগাহ কমিটির সভাপতি, সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঈদে কোন প্রকার বিশৃংখলা সহ্য করা হবে না। ঈদের জামায়াতকে কেন্দ্র করে কেউ যদি কোন বিশৃংখলা করার চেষ্টা করে তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে। জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষ যেন নির্বিঘেœ ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করতে পারেন সে বিষয়ে টহল জোরদার করা হয়েছে। প্রতিটি গরু বোঝায় ট্রাককে নিরাপত্তা দিয়ে জেলা পার করে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (কোটাচাঁদপুর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এসএম সাহাবউদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদীসহ সকল থানার ওসিগণ উপস্থিত ছিলেন।