চুয়াডাঙ্গা জেলাজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলাজুড়ে চলছে বিরতিহীন মাদকবিরোধী অভিযান। এ অভিযানে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া এসব আসামির কাছ থেকে ৮ পিস ইয়াবা বড়ি ও ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া এসব মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। এঁদের মধ্যে কয়েকজনকে গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।চুয়াডাঙ্গা জেলাজুড়ে চলছে বিরতিহীন মাদকবিরোধী অভিযান। এ অভিযানে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া এসব আসামির কাছ থেকে ৮ পিস ইয়াবা বড়ি ও ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া এসব মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। এঁদের মধ্যে কয়েকজনকে গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার পুলিশ পীরপুরকুল্লা মাদ্রাসাপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই এলাকার হেকমত আলীর ছেলে সামাদুল হাসনাত (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়াও পীরপুরকুল্লা মাদ্রাসাপাড়ায় আরেকটি অভিযান পরিচালনা করে পাঁচ বোতল ফেনসিডিলসহ জব্বার (৩০) নামের আর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জব্বার একই এলাকার সুলতান বিশ্বাসের ছেলে। অপর দিকে, আলমডাঙ্গা থানার পুলিশ যমুনার মাঠে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ বাদেমাজু গ্রামের আ. মান্নানের ছেলে কায়েম আলী ও আ. বারেকের ছেলে লাল মিয়া (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। এ ছাড়াও জীবননগর থানার পুলিশ হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর গ্রামের গণি ম-লের ছেলে তমিজউদ্দিন (৫৫) ও অহিদুল বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।