ইজিবাইকের ধাক্কায় আলমসাধু যাত্রী আহত

0
14

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা নামক স্থানে ইজিবাইকের ধাক্কায় রাহিল (৫০) নামের এক আলমসাধু যাত্রী আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাহিল আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের মাঝেরপাড়ার মুলক চাঁদ মন্ডলের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি গোকুলখালী হতে আলমসাধুযোগে খেজুরতলা ফেরার পথে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তার ডান পা গুরুতর জখম হয় এবং তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।