নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বিশ্ব নেতাদের চলতি সপ্তাহে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিতে রোববার নিউইয়র্ক পৌঁছেছেন। সেখানে তিনি সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবের সঙ্গে সাক্ষাত করার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে তার হেলিকপ্টারটি ওয়াল স্ট্রীটে অবতরণ করে। এটি অবতরণের আগেই তিনি টুইটারে লিখেন, ‘আমি নিউইয়র্ক যাচ্ছি। সেখানে আজ রাতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকে বসবো। তার সাথে সামরিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা জাপানকে অনেক সহায়তা করেছি। আমরা আরো জোরদার পারস্পরিক সম্পর্ক আশা করছি।’
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উত্তর কোরিয়া ও ইরান ইস্যু সবচেয়ে বেশী প্রাধান্য পাবে।
বুধবার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই প্রথমবারের মতো তিনি সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।