নিউজ ডেস্ক:
সাভারের আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে র্যাবের সাথে ‘জঙ্গিদের’ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
বাড়িটির ভেতর থেকে ‘জঙ্গিরা’ দুই দফায় ১০-১২ রাউন্ড গুলি ছোড়ার পর সকালে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবীর। তিনি জানান, অভিযান শুরুর পরপরই ভেতরে থাকা ‘জঙ্গিরা’ র্যাব সদস্যদের লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে আজ সকাল ৬টার দিকে ওই বাড়ি থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে আবারও ৫-৭ রাউন্ড গুলি ছোড়া হয়। জবাবে র্যাবের সদস্যরাও পাল্টা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার দিকে র্যাব-৪ এর একটি দল ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ইব্রাহীম নামে এক ব্যক্তির টিনশেড বাড়িটি ঘিরে রাখে। বাড়িটির ভেতরে ‘জঙ্গি দলের’ একাধিক সদস্য রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।