আলু-পেঁয়াজভর্তি পিকআপ ভ্যানে র‌্যাবের তল্লাশি ৭৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ৩

0
12

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে ৭৯৩ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গত সোমবার চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬-এর কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বজলুর রশীদ জানান, গত সোমবার আনুমানিক রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় র‌্যাব। এ সময় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে আসা আলু ও পেঁয়াজভর্তি একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৯-২২৪৯) গতিরোধ করে র‌্যাব। এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪টি সাদা বস্তা থেকে ৭৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (২৫), বরিশাল জেলার কাউনিয়া উপজেলার আমানতগঞ্জ (পলাশপুর) গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল (২৮) ও একই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারকে (২৬) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২টি মোবাইল, ৩টি সিমকার্ড, নগদ ৭ হাজার ৫০ টাকা, ১টি মানিব্যাগ ও ৭৫টি আলু ও পেঁয়াজভর্তি বস্তা উদ্ধার করা হয়। আটক ৩ জনকে ফেনসিডিল এবং তাঁদের কাছ থেকে উদ্ধার করা মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।