আলমডাঙ্গায় হোমিও হল ও ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা

0
17

নিউজ ডেস্ক:

আলমডাঙ্গায় ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করার দায়ে এক হোমিওপ্যাথিক চিকিৎসক ও ফার্নিচার ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হোমিওপ্যাথিক চিকিৎসক তৈমুর সালেহীন পল্লব ও ফার্নিচার ব্যবসায়ী তপন আলী।
জানা গেছে, আলমডাঙ্গার মিয়াপাড়ার ফার্নিচারের ব্যবসা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জের মৃত আবুল খয়েরের ছেলে তপন আলী। ফার্নিচার ব্যবসার আড়ালে গোপনে তিনি মাদকের ব্যবসা করছেন বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ ওই ফার্নিচারের দোকানে অভিযান চালায়। অভিযানে চার বোতল অ্যালকোহলসহ ফার্নিচার ব্যবসায়ী তপন আলীকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তপন আলী স্বীকার করেন, তিনি বেশ কিছুদিন ধরে ফার্নিচার ব্যবসার আড়ালে অ্যালকোহল জাতীয় মাদকের ব্যবসা করছেন। তিনি এই অ্যালকোহল আলমডাঙ্গার সালেহীন হোমিও হল থেকে পাইকারি কিনে বিক্রি করতেন। সালেহীন হোমিও হলের মালিক আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের হোমিও ডাক্তার আজিবর রহমানের ছেলে তৈমুর সালেহীন পল্লব। তপন আলীর স্বীকারোক্তিতে পুলিশের এসআই সুব্রত ফোর্স নিয়ে শহরের সালেহীন হোমিও হলের মালিক ডাক্তার তৈমুর সালেহীন পল্লবকে আটক করেন। আটকের পর তাঁর দোকান থেকে ৩০ বোতল মাদক জাতীয় অ্যালকোহল উদ্ধার করেন। আটকের পর আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলীকে সংবাদ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্নিচার ব্যবসার আড়ালে মাদককের কারবার করায় তপন আলীকে ৪ মাসের কারাদণ্ড ও হোমিও ডাক্তার তৈমুর সালেহীন পল্লবকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।