নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদীতে বাল্যবিয়ে থেকে মুক্তি পেল এক স্কুলছাত্রী। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্যবিয়ে বন্ধ হয়।
জানা যায়, উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও ভোগাইল বগাদী গ্রামের রোডপাড়ার জহুরুল ইসলামের মেয়ে বিউটি খাতুনের (১৬) সাথে পাশ্ববর্তী নান্দবার গ্রামের আব্দুল্লাহর ছেলে জাহিদ হোসেনে পারিবারিকভাবে বিয়ের দিন ঠিক হয়েছিলো গত শনিবার। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রাহত মান্নান খবর পেয়ে, বিষয়টি আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামানকে জানালে তিনি বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রকে জানান। বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তুহিনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই স্কুলছাত্রীর বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা করে ওই স্কুলছাত্রীকে।