আলমডাঙ্গায় সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ!

0
12

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা প্রেসক্লাবের অন্যতম সদস্যকে এ মান্নানকে শারীরিকভাবে লঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তরা হলো- জামজামি ইউনিয়ন পরিষদের মেম্বার আসমান আলী (৩৫), বাদশা মন্ডল (৩৬), ইদ্রিস আলী (৩৮) ও চেয়ারম্যান নজরুল ইসলাম (৩৫)। এবিষয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনকে আসামী করে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, সাংবাদিক মান্নান জামজামি কৃষি ব্যাংক শাখার ম্যানেজারের কাছে কর্মসৃজন প্রকল্পে কতজনের হিসাব খোলা হয়েছে, কতজন কাজ করছে জানতে চেয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান, মেম্বারগণ মান্নানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এসে ইউনিয়ন পরিষদে আটক করে অকথ্য ভাষায় গালগালি করে ও মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান কেএ মান্নান একটি অভিযোগ দায়ের করেছে বলে সত্যতা স্বীকার করেন।