আলমডাঙ্গায় মহিলার লাঠির আঘাতে আহত-১

0
9

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার বাদেমাজুতে মহিলার লাঠির আঘাতে শরিফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের খলিফা পাড়ার আব্দুল গনির ছেলে শরিফুল ইসলাম ও একই গ্রামের মজিবরের স্ত্রী লাভলি খাতুনের সাথে দীর্ঘ ২ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গতকাল জমি মাপের ব্যাপারে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় লাভলী তার হাতের কাছে থাকা লাঠি দিয়ে শরিফুলের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানায় মামলা প্রস্তুতি চলছিলো।