আলমডাঙ্গায় বিশেষ অভিযান স্বাস্থ্যবিধি অমান্য, ২৪ জনকে জরিমানা

0
49

নিউজ ডেস্ক:স্বাস্থ্যবিধি অমান্য করে মুখে মাস্ক না পরায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনের কাছ থেকে ১০ হাজার ২ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার পৌর এলাকার আল-তায়েবা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি ভঙ্গ (মুখে মাস্ক পরিধান না করায়) গতকাল বুধবার পৌর এলাকায় বিশেষ অভিযানে ২৪ জনকে ভ্রাম্যমাণ আদলতে মোট ১০ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। এছাড়া অটো, মোটরসাইকেল ও ভ্যান চালকরা স্বাস্থ্যবিধি না মানায় গাড়িগুলো আটকে থানায় রাখা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী জানান, এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে নির্বাহী অফিসার প্রতিদিনের মত দুস্থদের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলে প্রত্যেককে জরিমানা গুনতে হবে বলে হুশিয়ারি দেন।