আলমডাঙ্গায় বিভিন্ন অপরাধে তিন দোকানে জরিমানা

0
23

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান শহরের ৩টি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ওজনে কম, নি¤œমানের খাবার বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন দোকানীকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে চন্দনা মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির বাক্সের ওজন বেশি, নি¤œমানের খাবার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫শ’ টাকা, কুটুম বাড়ী মিষ্টান্ন ভান্ডারে একই অপরাধে ১ হাজার টাকা ও অধিকারি মিষ্টান্ন ভান্ডারের মালিককে ভোক্তা অধিকার আইনে ১ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় এসআই বাবুলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।