নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় মসজিদে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক নির্মাণশ্রমিক। গতকাল শনিবার দুপুরে ২য় তলায় প্লাস্টার করার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা শহরে অবস্থিত পুরাতন জামে মসজিদের ২য় তলায় নির্মাণকাজ চলছে। অনেকের সঙ্গে গতকাল ২য় তলার ওয়াল প্লাস্টারের কাজ করছিলেন আব্দুল ওহাব (৪০) নামের এক নির্মাণশ্রমিক। আব্দুল ওহাব কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শুকচা-বাজিতপুর গ্রামের মহাব্বত আলীর ২য় পুত্র। বেলা দুইটার দিকে ওয়াল প্লাস্টার করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে, ওয়ালে লুকানো বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা জানতে পেরে সহকর্মীরা তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত হারদীস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেলা তিনটার দিকে দুই সন্তানের জনক এই নির্মাণশ্রমিকের লাশ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে বিকেলে গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়।