নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় বজ্রপাতে রাশিদুল ইসলাম (৩৭) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রুইতনপুরের চমড়গাড়ি মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাঠের কয়েকজন কৃষক তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। বজ্রপাতে আহত রাশিদুল আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের পূর্বপাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে। জানা যায়, গতকাল রুইতনপুর গ্রামের চমড়গাড়ি মাঠে বৃষ্টির মধ্যে ধানখেতে কাজ করছিলেন রাশিদুল। এ সময় তাঁর নিকটে বিকট শব্দে বজ্রপাত ঘটলে তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে ওই মাঠে কর্মরত কয়েকজন কৃষক রাশিদুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বজ্রপাতে আহত কৃষক রাশিদুল ইসলাম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।