আলমডাঙ্গায় প্যাথেডিনিসহ মাদক সম্রাট সাহাবুল আটক

0
13

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক স¤্রাট সাহাবুলের স্ত্রী হামিদাকে প্যাথোডিন ইনজেকশনসহ আটক করেছে। গতকাল শনিবার বিকালে আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের আসাননগর নওদাপাড়ার খালেক মিয়ার ইটভাটার নিকট থেকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মাদক স¤্রাট সাহাবুলের স্ত্রী মাদকব্যবসায়ী হামিদা খাতুনকে (৩০) প্যাথোডিন ইনজেকশনসহ আটক করে। ইতোপূর্বেও বেশ কয়েকবার মাদকদ্রব্যসহ আলমডাঙ্গা থানা পুলিশ হামিদাকে আটক করে। বিকালে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হামিদাকে আটক করে। আটকের পর তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানার কালিদাশপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আয়ুব কালার ছেলে রিপন পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত প্যাথোডিন বিক্রয় করছে বলে জানা গেছে।