নিউজ ডেস্ক: আলমডাঙ্গায় গ্রাম পুলিশে চাকরির প্রলোভনে ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আবুল হাসনাত ও তার সহযোগী ৩ জনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার নাগদাহ ইউনিয়ন পরিষদে জহুরুলনগর গ্রামের সেকেন্দার আলীর ছেলে বাদল বাদি হয়ে মামলা করেছে। মামলা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের মৃত সবেদ আলী মোল্লার ছেলের মাধ্যমে জহুরুলনগর গ্রামের বাদলের সাথে গ্রাম পুলিশের চাকরী দেয়ার জন্য ৯৫ হাজার টাকা চুক্তি হয়। চাকুরী দেয়ার কারণে জহুরুলনগর গ্রামের ছানারুলের ছেলে আকরাম, হামেদ আলীর ছেলে মিন্টু ও জইমুদ্দিনের ছেলে মোশারফের নিকট ৫০ হাজার টাকা দেয়। কিছুদিন পরে আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজারে মোবাইল ফোনে ডেকে ৪৫ হাজার টাকা পরিশোধ করে বাদল। ১ বছর পার হলেও চাকরী নামের সোনার হরিণের দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়ে বাদল। বিভিন্ন সময় টাকা চাইলে সে ঘুরাতে থাকে। ইতিপূর্বে সে লোক মাধ্যমে ৩৩ হাজার টাকা দিলেও বাকি ৬২ হাজার টাকা চাইলে বিভিন্ন রকমের হুমকি ও টাকা দিতে অস্বীকৃতি জানায়।