আলমডাঙ্গায় গাঁজা ও ইয়াবাসহ আটক ২

0
9

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার পৃথক স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের বাবর আলীর ছেলে মতিয়ার ম-ল দীর্ঘদিন যাবৎ গোপনে গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তিনি গাঁজা বিক্রয় করছেন এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক জিয়াউর রহমান ও গিয়াস অভিযান চালিয়ে রুইতনপুর গ্রাম থেকে মতিয়ার ম-লকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। অন্যদিকে, আলমডাঙ্গা বাবুপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম গোপনে শহরে ইয়াবা বিক্রয় ও সেবন করছেন এমন সংবাদ পেয়ে গতকাল অভিযান চালিয়ে পৌর এলাকার বাবুপাড়া থেকে পাঁচ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদক মামলায় গতকাল জেলহাজতে প্রেরণ করে পুলিশ।