আলমডাঙ্গায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে গণধোলাই

0
9

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ভোগাইল বগাদিতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ভোগাইল বগাদি সোনার মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের মেয়ে মেহেরপুরের গাংনী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই কলেজের ছাত্র গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের আব্দুল মজিদ আলীর ছেলে আশিক আহমেদ (১৭)। গতকাল বৃহস্পতিবার কলেজের ক্লাস শেষে ওই কলেজছাত্রী তার বাড়িতে ফেরার সময় মোটরসাইকেলযোগে আশিক আহমেদ তার পিছু নেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে ভোগাইল বগাদি গ্রামে পৌঁছে ওই কলেজছাত্রী উত্ত্যক্তের বিষয়টি তার এক বন্ধুকে ফোন করে বলে। পরে তার বন্ধু ও স্থানীয় লোকজন আশিককে ধাওয়া করে সোনার মোড় নামক স্থানে তাকে ধরে গণধোলাই দেয়। এ সময় লোকজন আশিককে ওই কলেজছাত্রীর বাড়িতে নিয়ে এসে আটকিয়ে রেখে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেন। পরে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহানুর রহমান উভয় পরিবারের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে আশিককে মুক্তি দেয়।