নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী ওল্টু হত্যা মামলার অন্যতম আসামী আব্দুস সামাদ আটক হয়েছে। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে তাকে আটক করে পুলিশ। আটকৃত ব্যক্তি আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে আব্দুস সামাদ। সংশ্লিষ্ট মামলা গতকাল সোমবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন আলমডাঙ্গার পৌরসভার হাউসপুর এলাকার আটক কপাট নামক স্থান থেকে মাদকস¤্রাট গোবিন্দপুর গ্রামের মৃত মহাসিনের ছেলে ওল্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ দাবি করেন মাদক সংক্রান্তের লেনদেনের ঘটনায় ওল্টু নিহত হয়েছে। এরই ভিত্তিতে নিহত ওল্টুর ভাই বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মাদকস¤্রাজ্ঞী মিনি পরিবারের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকেই মিনি পরিবারের লোকজন পলাতক ছিলো। গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এ মামলার অন্যতম আসামী আব্দুস সামাদকে আটক করে। হত্যা মামলায় সামাদকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, সামাদ একজন মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। গত ২২ শে জুন আটকপাট নামক স্থানে মাদকব্যবসায়ী ওল্টু হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকায়, ওল্টুর ভায়ের দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।