আলমডাঙ্গা মাংস বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

0
9

ভেজাল মাংস বিক্রি করায় জরিমানা
নিউজ ডেস্ক:
আলমডাঙ্গায় দুই মাংস ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার ভেজাল ছাগলের মাংস বিক্রির অপরাধে এ জরিমান করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান আলমডাঙ্গা মাংসের বাজারে মাংস কিনতে যান। এ সময় বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা মাংসকে অফিসার ইনচার্জের নিকট খাশির মাংস দাবি করে ব্যবসায়ীরা খাসির দাম হাকান। অফিসার ইনচার্জের সন্দেহ হলে তিনি দুটি দোকানে ঝুলিয়ে রাখা ছাগলের মাংস থেকে লিঙ্গ ধরে টান দিলে লিঙ্গটি বের হয়ে আসে। এতে কিংকর্তব্যবিমূঢ় মাংস ব্যবসায়ী দু’জন তাদের প্রতারণার কথা স্বীকার করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতারক দু মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। এ দুই মাংস ব্যবসায়ী হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরের মৃত আকবর আলীর ছেলে আজগর আলী ও আলমডাঙ্গা থানাপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুর রাজ্জাক।