দামুড়হুদা মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে ফেনসিডিল পাচারকারী উপজেলার বোয়ালমারী সদর পুকুরের মুনসুরের ছেলে সাবুর আলী (৩২)। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার এসআই কাজী শামসুল আলম বাদি হয়ে ফেনসিডিল পাচারী সাবুর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী সদর পুকুর এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।দামুড়হুদা মডেল থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে ফেনসিডিল পাচারকারী উপজেলার বোয়ালমারী সদর পুকুরের মুনসুরের ছেলে সাবুর আলী (৩২)। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার এসআই কাজী শামসুল আলম বাদি হয়ে ফেনসিডিল পাচারী সাবুর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী সদর পুকুর এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। চারুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কার্ত্তিক বসু জানান, রোববার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আমের ক্যারেটে বড় ধরনের ফেনসিডিল চালান পাচার করা হবে। এমন গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাসের নেতৃত্বে আসিসহ সঙ্গীয় ফোর্স শাহীনকে সাথে নিয়ে উপজেলার বোয়ালমারী গ্রামের সদর পুকুর এলাকায় পৌছুলে আম ভর্তি দুটি ক্যারেট ফেলে পালিয়ে যায় উপজেলার বোয়ালমারী গ্রামের সাবুর আলী। পরে ক্যারেটের মধ্যথেকে ৩ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।