আমঝুপিতে দুটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

0
11

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল কলোনিপাড়ায় শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃস্পতিবার বেলা তিনটার দিকে চাঁদবীল কলোনিপাড়ায় নিরেস ও চাম্পা রানীর বসতবাড়িতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। আগুন নেভানোর জন্য প্রথমে তাঁরা চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে । তার আগেই দুটি পরিবারের ২ থেকে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন জানান, বড় ভাইয়ের ছেলে মারা যাওয়ায় নিরেস তাঁর পরিবারসহ কয়েক দিন আগে ভারতে গেছেন। আর চাম্পা রানী বলেন, ওই সময় তাঁর বসতবাড়িতে কেউ ছিল না। তিনি আরও জানান, চারটি ছাগল, একটি গরু, কয়েকটি মুরগিসহ ধান, কাপড়ও পুড়ে গেছে তাঁদের। মেহেরপুর জেলা প্রশাসকের প্রতি এ দুটি পরিবারকে সাহায্য করার জন্য অনুরোধ জানান এলাকাবাসী।