নিউজ ডেস্ক:
প্রাক্তন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পুনরায় মন্ত্রিত্ব দিয়ে তার মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও প্রাক্তন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘যেহেতু ভুল তথ্যের কারণে সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, সেহেতু তাকে আবারো মন্ত্রিত্ব দিয়ে তার মর্যাদা ফিরিয়ে আনতে হবে।’
এ বিষয়ে দুদকের ভুল স্বীকার করা উচিত বলেও মনে করেন বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘দুদক যেভাবে সৈয়দ আবুল হোসেন এবং প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে ভুল তথ্যের কারণে হেনস্থা করেছে, সেজন্য দুদকের পক্ষ থেকে ভুল স্বীকার করা উচিত।’