আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে

0
10

 

চুয়াডাঙ্গায় সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনায় বিএনপি নেতা শরীফুজ্জামান
নিউজ ডেস্ক:স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতনের শিকার সদ্য কারামুক্ত চুয়াডাঙ্গা জেলা, পৌর, থানা, ইউনিয়ন, ওয়ার্ডসহ তৃণমূল’ নেতাকর্মীদের সংবর্ধনা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বেলা ১২টার দিকে জেলা শহরের রজব আলী সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র অন্যতম সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সফল ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘প্রহসনের অন্ধকার বন্দি কারাগারে রেখে আমাদের আন্দোলন থেকে দমিয়ে রাখা যাবে না। আমাদের একজনকে কারাগারে নিলে আরও ১০ জন রাজপথে নেমে আসবে। নেতাকর্মীদের বৃহৎ এ কারামুক্তি তারই প্রমাণ করে।’ তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী। এ দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে নিয়ে আসবে। এ লড়াই খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই। জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে।’চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র অন্যতম সদস্য সরদার আলী হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা পৌর কমিশনার সিরাজুল ইসলাম মনি, মনিরুজ্জামান লিপটন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, সদর থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী সামদানী, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মাহাবুল হক, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন বিএনপি’র শেরেগুল ইসলাম বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকরামুল হক, পদ্মবিলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাবলুর রহমান জোয়ার্দ্দার, কালিদাসপুর ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেহালা ইউপি সদস্য আল আমিন, খাসকররা ইউপি সদস্য ফরিদ উদ্দীন ফরিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপলব, সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  এ আয়োজনের মাধ্যমে সদ্য কারামুক্ত দু’শতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে সর্বস্তরের নেতাকর্মীরা মো. শরীফুজ্জামান শরীফের রাজনৈতিক কর্মকান্ডের প্রতি সন্তোষ ও দৃঢ় আস্থা পোষণ করেন। তারা বলেন, ‘দলের কঠিন দুঃসময়ে শরীফ ভাই আমাদের পাশে এসে দাড়িয়েছেন। অভিভাবকের মতো আমাদের উপর যত হামলা মামলার দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন। আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র দেহে নতুন প্রাণের সঞ্চার করেছেন তিনিই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করতেন, এতে কোন সন্দেহ ছিল না। কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচার আওয়ামী সরকারের অধীতে পাতানো নির্বাচনে অংশ নিয়ে ভোট চুরির মাধ্যমে পরিকল্পিত ভাবে তাকে পরাজিত করা হয়েছে। দলের দুঃসময়ে আমরা আছি, আমাদের সঙ্গে শরীফ ভাই আছেন আর থাকবেন।’