আন্দুলবাড়ীয়ায় ২ বিঘা জমির পেঁয়ারা গাছ কেটে সাবাড়

0
8

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা’র বারুনতলা পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ২ বিঘা জমির ৩শ’ ৩০টি পেঁয়ারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। গত সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কর্চাডাঙ্গা গ্রামের জোলপাড়ার তছের আলীর ছেলে প্রান্তিক চাষী নূর ইসলাম বাড়ির পাশে বারুনতলা নামক মাঠে ২ বিঘা জমিতে পেঁয়ারা গাছ রোপন করেন। গত সোমবার সকালে তিনি ক্ষেতে যেয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়েন। ক্ষেত মালিকের সন্দেহের তীর প্রতিবেশী প্রতিপক্ষের দিকে। ক্ষতিগ্রস্ত ক্ষেত মালিক এ প্রতিবেদকে জানান, তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরর প্রস্তুতি চলছিল।