আন্দুলবাড়ীয়া বাজারের দু’হোটেলে জরিমানা

0
14

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে মোবাইল কোর্ট ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারের মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট ও নিউ শিমুল হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় খাদ্যে রং মেশানো, ভেজাল, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে হোটেল মালিক আমিনুর রহমান খানকে ৫ হাজার ও রেজাউল ইসলাম খানকে ৪ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারী অফিসার আনিছুর রহমান, নাজির আব্দুল আওয়ালসহ পুলিশ সদস্যরা।