নিউজ ডেস্ক:
ভারি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে প্রাণহানির ঘটনার সংবাদটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
আল জাজিরা, বিবিসি, সিএনএন,দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য হিন্দুস্তান টাইমস, গালফ নিউজ, টাইমস অব ইন্ডিয়া, এপি, রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো বেশ গুরুত্বের সঙ্গে এ সংবাদ প্রকাশ করে।
‘ডজেনস কিলড ইন বাংলাদেশ ল্যান্ডস্লাইডস আফটার রেইন’ শীর্ষক শিরোনামে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ধসে বাংলাদেশে অন্তত ৪৬ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
‘ডজেনস কিলড ইন বাংলাদেশ ল্যান্ডস্লাইডস’ শিরোনামে বিশ্বের অন্যতম শীর্ষ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বর্ষণে বাংলাদেশে অন্তত ৯০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড় ধ্বসের ঘটনায় এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা এপি এ সংক্রান্ত খবরে বলেছে, স্থানীয় গণমাধ্যম বলছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ইতিমধ্যে ঘটনায় আহত পাঁচ সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।