আন্তরিকতা, কর্মদক্ষতা ও সততাই চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে

0
10

দর্শনা কেরুজ চিনিকলে এপিএ ও আইএপি-সংক্রান্ত আলোচনা সভায় শিল্প সচিব আবদুল হামিদ
নিউজ ডেস্ক:দর্শনার কেরুজ চিনিকলে দুই দিনব্যাপী এপিএ ও আইএপি ২০১৯-২০ইং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কেরু অ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনায় রাষ্ট্রায়ত্ত চারটি চিনিকল ও কুষ্টিয়া রেনইউক মিলের অংশগ্রহণে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. আবদুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. আবদুল হামিদ অংশগ্রহণকারী সব মিলের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের একমাত্র আন্তরিকতা, কর্মদক্ষতা ও সততা মুখ থুবড়ে পড়া এ চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে। তা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো চান না কোনো সরকারি শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাক। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার বার বার তাগিদ দিচ্ছে। তাই আপনারা যে যেখানে আছেন, আপনাদের কাজ দায়িত্ব সহকারে পালন করেন। আমার আন্তরিক বিশ্বাস, অবশ্যই পর্যায়ক্রমে চিনি শিল্পকে একটি লাভজনক শিল্পে রূপান্তর করা যাবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল (এফসিএ), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন, কেরুজ চিনিকলের চিফ ডাইরেক্টর উৎপাদন ও প্রকৌশলী আ. রউফ খান, সিডিআর মোশারফ হোসেন, চিফ ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেন, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবীর, জগতী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জি এস মোর্শেদ ও কুষ্টিয়া রেনইউক মিলের ব্যবস্থাপনা পরিচালক আল-ওয়াদুদ আমীন। এ ছাড়া এসব মিলের সব বিভাগের ব্যবস্থাপকেরা সভায় উপস্থিত ছিলেন।