নিউজ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ২০১৪ সালের ২৪ আগস্ট মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও তার দল আওয়ামী লীগকে ‘খুনির দল’ বলেন। পরবর্তীতে এ বক্তব্যে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়।
সেই অভিযোগের ওপর ভিত্তি করে আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি নূরে আলম সিদ্দিকী ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি ও আওয়ামী লীগকে খুনির দল’ সংক্রান্ত সেই মানহানি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরনবী মির্জা ফখরুলের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।
এ সময় মির্জা ফখরুল আদালতে উপস্থিত ছিলেন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। মামলায় সাক্ষীর জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।