নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাটে নিহত দুই জঙ্গির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, সোমবার যে দুজন জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল আজ তাদের ময়নাতদন্ত শেষ হয়েছে। এর আগে ওই দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
সোমবার বিকাল ৫টা ৩২ মিনিটে আতিয়া মহল থেকে লাশ দু’টি ওসমানী মেডিকেলে নেয়া দেয়। আতিয়া মহলে সোমবার দুপুর প্রায় ১টার দিকে র্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল অভিযান শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকা পর্যবেক্ষণ করার পর অভিযান শুরু করা হয়।
আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে মোট চার জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এর মধ্যে দুই জনের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে নগরীর হযরত মানিক পীর (রঃ) এর কবরস্থানে দাফন করা হয়।