নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহে অবস্থিত আট শহীদের স্মৃৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আটকবরের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আলি আজগার টগর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা মডেল থানার নবাগত ওসি আব্দুল খালেক, নবগঠিত দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকউর রহমান, সহসভাপতি আব্দুল করিম প্রমুখ।