নিউজ ডেস্ক:
তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু দেশকে সন্ত্রাসী মুক্ত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটকে সমর্থন না দেওয়ার জন্য যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলার মীরপুর হাইস্কুল মাঠে উপজেলা জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী উন্নয়নের গতি অব্যাহত রাখতে এবং জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ থেকে দেশকে সুরক্ষায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
ইনু আশা প্রকাশ করে বলেন, জঙ্গিবাদকে পুনরায় ফিরিয়ে আনতে বিএনপি-জামায়াতের চক্রান্ত বাংলাদেশের জনগণ ব্যর্থ করে দেবে।
সভায় হাসানুল হক ইনু দলীয় মনোনয়নে জাসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে নির্বাচনে সাদুল্লাপুর পলাশবাড়ী সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেন।