নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার রনি (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। গতকাল রোববার বিজিবি বাদী হয়ে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করে। গ্রেপ্তার রনি আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে বিজিবি।
এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির বিশেষ টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার রনি ফেনসিডিল, গাঁজাসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে খালিশপুর ৫৮ বিজিবির হাবিলদার সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রনিকে গ্রেপ্তার করেন তাঁরা। এ সময় আসামির বাড়ি তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিলসহ ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরদিন রোববার বিজিবি বাদী হয়ে রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে। আজ ওই আসামিকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ।