নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হলেও আগের যেকোন প্রার্থীর চেয়ে এ নির্বাচনে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আগের চেয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আজ সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করে বিএনপি নেতারা আনন্দিত হলেও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।